Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ শতাংশেরও কম বরাদ্দ বিনোদন ও সংস্কৃতিতে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ জুন ২০২৩ ১৭:২৫

জাতীয় সংসদে ঘোষিত হয়েছে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর বিকলে ৩টা ৫ মিনিটে অর্থমন্ত্রী জাতীয় সংসদে উপস্থাপন করেন।

ইতিহাসের বৃহত্তম বাজেটে বিনোদন ও সংস্কৃতির ধারক দুটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা যথাক্রমে ১ হাজার ৫০ কোটি ও ৬৯৯ কোটি টাকা। যা কিনা মোট বাজেটের মাত্র শূন্য দশমিক ২২ শতাংশ।

বিজ্ঞাপন

তবে বাজেট প্রস্তাবনায় বিনোদন ও সংস্কৃতি খাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে ধর্ম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। এ চার মন্ত্রণালয়ের বরাদ্দের শিরোনাম ‘বিনোদন, সংস্কৃতি ও ধর্ম’। এ খাতে বরাদ্দ ৫ হাজার ৫৬৮ কোটি টাকা। যা প্রস্তাবিত বাজেটের শূন্য দশমিক ৭ শতাংশ। অর্থাৎ যেভাবেই হিসেব করা হোক না কেনো তা ১ শতাংশেরও অনেক নিচে।

সরকারি হিসেবে বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে পরিচালন ব্যয় মোট ব্যয়ের শূন্য দশমিক ৫ শতাংশ। উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে ১ দশমিক ৩ শতাংশ।

সারাবাংলা/এজেডএস

জাতীয় বাজেট ২০২৩-২৪ টপ নিউজ বিনোদন সংস্কৃতি

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর