Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে হত্যা, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৬:৪৩

নওগাঁ: পাওনা টাকা আদায়ের জের ধরে অতুল কুমার (৪০) নামে একজন অটোরিকশা চালককে হত্যার দায়ে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।

পুলিশ সুপার বলেন, ‘গত ২২ মে সকালে নওগাঁ শহরের বাইপাস এলাকার একটি ইটভাটা থেকে অতুল কুমারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই দিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এরপর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ নূরু ইসলামকে আটক করে পুলিশ।’

আটকের পর নূরু ইসলাম পুলিশকে জানান, নিহত অতুল কুমারের কাছে কিছু টাকা পেতেন তিনি। সেই টাকা আদায়ের জন্য কৌশলে নওগাঁ শহর থেকে আতুল কুমারের অটোরিকশায় চড়ে বাইপাস এলাকায় আসেন দু’জন। এরপর অতুল কুমারকে মদপান করান নুরু ইসলাম। একপর্যায়ে রাত ৯টার দিকে রাব্বি নামে একজনের সহযোগিতায় অতুল কুমারকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়। এরপর অটোরিকশা থেকে ৫টি ব্যাটারি চুরি করে বিক্রি করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নুর ইসলাম ও রাব্বিসহ চোরাই ব্যাটারি কেনার অপরাধে আতিকুর নামে আরও একজনসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সারাবাংলা/এমও

অটোরিকশা চালককে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর