সিগারেটের দাম বাড়বে, বিড়ির বাড়বে না
১ জুন ২০২৩ ১৫:৫৯ | আপডেট: ১ জুন ২০২৩ ১৬:৩০
ঢাকা: ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সিগারেটের নিম্নস্তরের দশ শলাকার মূল্যস্তর ৪৫ টাকা এবং সম্পূরক শুল্ক ৫৮ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। এছাড়া মধ্যম স্তরের দশ শলাকার মূল্যস্তর ৬৭ টাকা, উচ্চ স্তরের দশ শলাকার মূল্যস্তর ১১৩ টাকা, অতি উচ্চস্তরের দশ শলাকার মূল্যস্তর ১৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
সংযুক্ত বিড়ির বিশ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৯ টাকা ও দশ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
নতুন অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে বাজেটে বিড়ির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, ২০২০–২১ অর্থবছরে বিড়ির দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছিল। তাই এবারের বাজেটে না বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
দেশের ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর বিকলে ৩টা ৫মিনিটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে উপস্থাপন করেন।
সারাবাংলা/এসজে/আইই