ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ১৭ জুলাই, ভোট ব্যালটে
১ জুন ২০২৩ ১৫:৪৮ | আপডেট: ১ জুন ২০২৩ ১৬:১৩
ঢাকা: আগামী ১৭ জুলাই ঢাকা-১৭’র শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বীব মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
রাজধানীর গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসনটি গঠিত। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। আর ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। এ নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সারাবাংলা/জিএস/এনএস