বাড়তে পারে যেসব পণ্যের দাম
১ জুন ২০২৩ ১৫:৪০ | আপডেট: ১ জুন ২০২৩ ১৬:৩৯
ঢাকা: জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর বিকলে ৩টা ৫মিনিটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে উপস্থাপন করেন।
এবার বাজেটে বল পয়েন্ট পেনে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে বল পয়েন্টের দাম বাড়বে।
প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালি সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীর দাম বাড়বে। কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু, পকেট টিস্যু, হ্যান্ড টাওয়াল, ক্লিনিকাল বেড শিটের দাম বাড়বে। অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামের তৈরি কিচেন বা অন্যান্য গৃহস্থলী তৈজসপত্রের দাম বাড়বে।
এছাড়া বিভিন্ন ধরনের প্লট, ফ্ল্যাট, গাড়িরও দাম বাড়বে।
অপরদিকে মোবাইল ফোন, কাজুবাদাম, সানগ্লাস, খেজুর, বিভিন্ন ধরনের বিদেশি জুসের দাম বাড়বে। এছাড়া সিলিন্ডার গ্যাস, আমদানি করা বাসমতি চাল, সব ধরনের সিগারেট, জর্দা এবং গুলের দাম বাড়বে বাজেটে।
সারাবাংলা/এসজে/এমও