Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৫:৪১ | আপডেট: ১ জুন ২০২৩ ১৬:৩৫

ঢাকা: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।  চলতি অর্থবছরে (২০২২-২৩) কোনো ব্যক্তির বার্ষিক আয় ৩ লাখ টাকা পর্যন্ত হলে তাকে কর দিতে হত না। তবে নতুন বাজেটে তা আরও ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে উত্থাপিত বাজেটে সব শ্রেণী-পেশার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে।

 নারী ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য বর্তমানে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। প্রতিবন্ধী করদাতাদের জন্য বর্তমান করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা। নতুন অর্থবছরে তা বাড়িয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বর্তমানে করমুক্ত আয় সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা, নতুন বাজেটে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। তৃতীয় লিঙ্গের করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বর্তমানে ৩ লাখ ৫০ হাজার টাকা। নতুন বাজেটে তা বাড়িয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/আইই

করমুক্ত আয়সীমা টপ নিউজ বাজেট ২০২৩-২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর