Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভায় বাজেট অনুমোদন, সংসদে উপস্থাপন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৫:১২ | আপডেট: ১ জুন ২০২৩ ১৫:৫০

ঢাকা: আসছে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার অনুমোদন শেষে সংসদে উপস্থাপনা শুরু হয়েছে। স্পিকার ড. শিরিন শারমিনের অনুমতিক্রমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন শুরু করেছেন।

বৃহস্পতিবার (১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে দুপুরে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এরপর বিকাল ৩টা ৫ মিনিটে শুরু হয় অধিবেশন। সেখানে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেট পেশের সুপারিশ করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার চতুর্থ বাজেট উপস্থাপন করছেন এবার। দেশের ইতিহাসে ৫২তম বাজেট পেশ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চলতি মেয়াদের সর্বশেষ বাজেট এটি।

সারাবাংলা/জেআর/এমও

বাজেট বাজেট অনুমোদন মন্ত্রিসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর