বাজেটে তিস্তার জন্য অর্থ বরাদ্দের দাবিতে ৫ মিনিট ‘স্তব্ধ রংপুর’
১ জুন ২০২৩ ১৪:৫৬ | আপডেট: ১ জুন ২০২৩ ১৫:৪৯
ঢাকা: পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ৫ মিনিট ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন করেছে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
বৃহস্পতিবার (১ জুন) সকাল পৌনে ১১টায় ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচির উদ্বোধন করেন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তিনি আসছে বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দের দাবি জানান।
বেলা ১১টায় রংপুর সিটি করপোরেশনের সামনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি। এ সময় সড়কের দু’পাশসহ যে যেখানে অবস্থান করছিল সেখানেই থমকে দাঁড়ান। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, শ্রমজীবী, কর্মজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠন এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।
পাঁচ মিনিটের ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচিটি রংপুরের ২৯টি পয়েন্টসহ তিস্তা নদীবেষ্টিতে বিভাগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে একই সময়ে পালন করা হয় বলে জানান ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’র সাধারণ সম্পাদক শফিয়ার রহমান।
সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘নদী ভাঙন ও বন্যায় প্রতিবছর হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে নিজ দেশেই শরণার্থী হচ্ছে। বিলীন হচ্ছে হাজার হাজার হেক্টর ফসলি জমি।’
কর্মসূচি থেকে আসছে বাজেটে অর্থ বরাদ্দসহ ৬ দফা দাবি জানান নেতারা। দাবিগুলো হলো-
১. তিস্তা নদী সুরক্ষায় মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন। অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন, তিস্তা নদীতে সারাবছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ।
২. তিস্তার ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ।
৩. ভাঙনের শিকার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন।
৪. তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মত খনন, মহাপরিকল্পনায় তিস্তা নদী ও তিস্তা তীরবর্তী কৃষকের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় এবং কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা।
৫. তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপ-শাখাগুলোর সঙ্গে নদীর আগেকার সংযোগ স্থাপন এবং দখল-দুষণমুক্ত করা। নৌ চলাচল পুনরায় চালু।
৬. মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করা।
সারাবাংলা/পিটিএম