Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৩:১০ | আপডেট: ১ জুন ২০২৩ ১৩:১১

ঢাকা: রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকাল ৬টার দিকে রেলক্রসিংয়ের উত্তর পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করলে চিকিৎসাধীন সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, বিমানবন্দরগামী কোনো একটি ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় খিলক্ষেত রেলক্রসিংয়ের উত্তর পাশে রেললাইনে পড়ে ছিলেন ওই যু্বক। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পড়নে ছিল নীল রঙের লুঙ্গি ও হাফ হাতা শার্ট। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ট্রেনের ধাক্কার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর