Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাধ্যমিকও পেরোননি ৩৬ কাউন্সিলর প্রার্থী, ২২ জন ‘স্বশিক্ষিত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৪:৪৫ | আপডেট: ১ জুন ২০২৩ ১৫:৪২

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের ৫৮ জনই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। তাদের মধ্যে আবার ২২ জনের নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা। তারা স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, এসএসসির গণ্ডি পেরিয়েছেন মাত্র ২৭ জন। এইচএসসি পাস ৩১ জন আর উচ্চশিক্ষায় শিক্ষিত ৪৭ জন প্রার্থী।

আসন্ন রাসিক নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিল হতে ৩০টি ওয়ার্ড থেকে মোট ১৬৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিল প্রার্থী রয়েছেন ১১৭ জন আর সংরক্ষিত আসনে প্রার্থী ৪৬ জন।

রাসিক নির্বাচনে অংশ নেওয়া ১৬৩ জন প্রার্থীদের হলফনামা সূত্রে জানা গেছে, সাধারণ কাউন্সিলদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এসএসসি পাস এমন প্রার্থী ২৭ জন। অষ্টম শ্রেণি পাস ২৪ প্রার্থী, স্বাক্ষর জ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত ১৪ প্রার্থী। আর এইচএসসি পাস করা ১৭ জন প্রার্থী ও উচ্চ শিক্ষায় শিক্ষিত এমন ৩৫ প্রার্থী কাউন্সিল হতে চান।

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জনের হলফনামায় দেখা গেছে, তাদের মধ্যে স্বাক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থী রয়েছেন ৮ জন, অষ্টম শ্রেণি পাস ১২ জন, এসএসসি পাস ৭, এইচএসসি পাস ৭ এবং মাস্টার্স, এমএ, বিএ পাস ১২জন প্রার্থী আছেন।

প্রার্থীদের হলফনামায় দেখে গেছে, বিভিন্ন ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ১৪ জন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন ও স্বশিক্ষিত প্রার্থী। এরমধ্যে রয়েছেন- ৮ নম্বর ওয়ার্ডে হারুন অর রশিদ, ৩ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম বাবু, ২৬ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে মো. শামীম, ১৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহাদত হোসেন শাহু, ১১ নম্বর ওয়ার্ডে আবু বাক্কার কিনু, ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আরমান আলী, ২৭ নম্বর ওয়ার্ডে নুরুল হুদা সরকার, ১৮ নম্বর ওয়ার্ডে মো. ভুট্টু, ২৬ নম্বর ওয়ার্ডে মখলেস রহমান খলিল, ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাহাতাব হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে মাহাতাবুল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ডে মোখলেসুর রহমান।

বিজ্ঞাপন

এছাড়া সংরক্ষিত আসনে নারী প্রার্থীদের মধ্যে আছেন- ৮ নম্বর জোনের রেহেনা খাতুন, একই জোনের পারভীন বেগম, ৬ নম্বরের মনজুরা বেগম, ১ নম্বরের রওশন আরা ইসলাম, ৩ নম্বরের মুসলিমা বেগম বেলী, ১ নম্বরের রেখা, ৮ নম্বরের শিখা রায় ও ৬ নম্বরের মেহেরুন।

অষ্টম শ্রেণির গণ্ডি পেরুতে পারেননি ১৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিল হতে চাওয়া মোহাম্মদ রনি, ১০ নম্বর ওয়ার্ডে রাজ্জাক আহমেদ রাজন, ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রাসেল জামান, ২৮ নম্বর ওয়ার্ডে সান্নান সরদার, ১৬ নম্বর ওয়ার্ডে রনি হোসেন রাহুল, ২০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে লালমন হোসেন, ১৭ নম্বর ওয়ার্ডে শামিম রায়হান, ১০ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ২৮ নম্বর ওয়ার্ডে আব্বাস উদ্দীন আব্দুলল্লাহ, ১০ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ডে একলাস হোসেন লাকি, ১৫ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক, ১৯ নম্বর ওয়ার্ডে আশরাফ বাবু, ১৬ নম্বর ওয়ার্ডে আজিম শেখ, ১৭ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ডে মহিউদ্দীন বাবু, ১১ নম্বর ওয়ার্ডে মাসুদ রানা, ১০ নম্বর ওয়ার্ডে মিলু শেখ, ১৪ নম্বর ওয়ার্ডে মুরাদ আলী, ১০ নম্বর ওয়ার্ডে মো. টনি, ১৪ নম্বর ওয়ার্ডে মো. টুটুল, ২৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টু।

নারীদের মধ্যে আছেন ৪ নম্বর জোনে জিয়াসমিন, ৭ নম্বর জোনে নুরজাহান পারভীন, ৬ নম্বর জোনে নুরবানু, ১ নম্বর জোনে পায়রা বেগম, ৯ নম্বর জোনে ফেরদৌসী, ১০ নম্বর জোনে মাসুদ মল্লিক, ২ নম্বর জোনে শিউলি, ৫ নম্বর জোনে শামসুন্নাহার, ৭ নম্বর জোনে সুমি, ৩ নম্বর জোনে সেবুন নেসা, ৮ নম্বর জোনে স্মৃতি বেগম, ৭ নম্বর জোনে সুলতানা আহমেদ সাগরিকা।

বিজ্ঞাপন

এসএসসি পাসের তালিকায় রয়েছেন-১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সিরাজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে হামিদুল ইসলাম সুজন, ১৬ নম্বর ওয়ার্ডে সৈয়দ মন্তাজ আহমেদ, ১১ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম তজু, ২৭ নম্বর ওয়ার্ডে সফিউর রহমান, ২৯ নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান সাঈদ, ৩০ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম পিন্টু, ১৮ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম পঁচা, ৪ নম্বর ওয়ার্ডে রহুল আমিন, ২৮ নম্বর ওয়ার্ডে ওয়াতিন উল্লাহ, ২৮ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তার, ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুর রাাজ্জাক, ২৫ নম্বর ওয়ার্ডে গোলাম রাব্বানী মাসুদ, ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ৩ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে জানে আলম খাঁন জনি, ২৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ১৮ নম্বর ওয়ার্ডে জুয়েল রানা টিটু।

সংরক্ষিত আসনে এসএসসি পাস ৭ জন প্রার্থী আছেন। তারা হলেন- ১০ নম্বর জোনে উম্মে কুলসুম, ৩ নম্বরে খালেদা খাতুন, ৬ নম্বরে মমতাজ মহল, একই জোনের সুফিয়া ইসলাম, ৫ নম্বরে ফিরোজা খাতুন, বীথি আক্তার, ৬ নম্বরে মাজেদা বেগম।

হলফনামায় শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি পাস উল্লেখ করা এমন প্রার্থীদের তালিকায় রয়েছেন, ২ নম্বর ওয়ার্ডে নোমানুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ডে মাসুদ রানা, ৩ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে মকশেদ-উল-আলম, ২১ নম্বর ওয়ার্ডে গোলাম ফারুক, ৩০ নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান, ২৬ নম্বর ওয়ার্ডে সারোয়ার জাহান, ২৪ নম্বর ওয়ার্ডে শাখাওয়াত হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে শহীদ হাসান, ২৭ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল আমিন আজব, ১ নম্বর ওয়ার্ডে আব্দুল বাতেন বাবু, ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন, ২ নম্বর ওয়ার্ডে আলী রেজা, ২২ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার, ২৫ নম্বর ওয়ার্ডে আলিফ আল মাহমুদ লুকেন, ২৯ নম্বর ওয়ার্ডে আবু জাফর, ৮ নম্বর ওয়ার্ডে এসএম মাহাববুল হক পাভেল, ২৮ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ৬ নম্বর ওয়ার্ডে বদিউজ্জামান, ২৭ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ৬ নম্বর ওয়ার্ডে মনিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে নজরুল হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুজজ্জামাান টিটো, ৭ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম রুবেল।

নারী কাউন্সিলরদের মধ্যে আছেন-৭ নম্বর জোনে উম্মে সালমা, ১ নম্বরে তাহেরা খাতুন, ৭ নম্বরে নাজমা খাতুন, ৮ নম্বরে নাদিরা বেগম, ৯ নম্বরে ফাতেমা খাতুন, ২ নম্বরে রিজিয়া খাতুন ও রোজিনা পারভীন।

এছাড়া বিএ, এমএ ও মাস্টার্স পাস প্রার্থীদের তালিকায় আছেন-৯ নম্বর ওয়ার্ডের সাইদুল্লাহ শান্ত, ১২ নম্বর ওয়ার্ডে শিহাব চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন, ১৩ নম্বর ওয়ার্ডে আব্দুল মমিন, ৩০ নম্বর ওয়ার্ডে আব্দুস সামাদ, ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাচ্চু, ১১ নম্বর ওয়ার্ডে আসিফ নিয়ানদাদ, ২ নম্বর ওয়ার্ডে ইয়াসিন সরকার, ২৮ নম্বর ওয়ার্ডে এমদাদুল হক, ২৮ নম্বর ওয়ার্ডে একেএম জামান জুয়েল, ৫ নম্বর ওয়ার্ডে কেএম ইফতেখার হামিদ শ্যামল, ২৯ নম্বর ওয়ার্ডে আনারুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ডে আতিকুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান, ২৬ নম্বর ওয়ার্ডে আক্তার হোসেন বাচ্চু, ২২ নম্বর ওয়ার্ডে মীর্জা পারভেজ রিপন, ৪ নম্বর ওয়ার্ডে আখেরুল ইসলাম রিপন, ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টুকু, ৪ নম্বর ওয়ার্ডে ফজলে কবীর টুটুল, ১৬ নম্বর ওয়ার্ডে মাসুদ রানা, ১১ নম্বর ওয়ার্ডে হান্নান আলী, ২ নম্বর ওয়ার্ডে মুখলেসুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে সরিফুল ইসলাম বাবু, ১৫ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান পরশ, ১ নম্বর ওয়ার্ডে রজব আলী, ২১ নম্বর ওয়ার্ডে রায়হানুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডে রেজা উন নবী আল মামুন, ৭ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৫ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ২৯ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ১৯ নম্বর ওয়ার্ডে তৌহিদুল হক সুমন, ১৮ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে মো. কামরুজ্জামান, ২৯ নম্বর ওয়ার্ডে জাহের হোসেন ও ২১ নম্বর ওয়ার্ডে নিযাম উল আযীম।

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আছেন-৪ নম্বরে আলফাতুন নেছা, বিলিকিস বানু, ৭ নম্বরের বীনা মজুমদার, ২ নম্বরের ফারজানা হক, ৯ নম্বরের আয়শা খাতুন, ২ নম্বরের আয়েশা খাতুন, ৯ নম্বরের তন্ময় আক্তার, ৮ নম্বরের নাজমা খাতুন, ৩ নম্বরের হালিমা কুমকুম, ৮ নম্বরের শাহনাজ বেগম শিখা, ৪ নম্বরের শিরিন আরা খাতুন ও ১০ নম্বরের সুলতানা রাজিয়া।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ১ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনইউ

কাউন্সিলর প্রার্থী টপ নিউজ রাসিক নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর