Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন সম্রাট

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১১:৪৯ | আপডেট: ১ জুন ২০২৩ ১৫:১০

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ জুলাই ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ জুন) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মো. মঞ্জরুল ইমামের আদালতে মামলাটির চার্জশুনানির জন্য দিন ধার্য ছিল। এ জন্য সম্রাট সকালে আদালতে হাজিরা দেন। তবে তার পক্ষের সিনিয়র আইনজীবী এহসানুল হত সমাজী চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন করে এই তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

সম্রাটের পক্ষে সিনিয়র এহসানুল হত সমাজী জানান, আজকে মামলাটির চার্জগঠন শুনানির জন্য তারিখ ধার্য ছিল। তবে এই মামলা আমরা গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস এখনও সংগ্রহ করতে পারিনি। এ জন্য সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদনটি মঞ্জুর করেছেন। এছাড়াও আমরা আজকে সম্রাটের উন্নত চিকিৎসায় বিদেশে যাওয়ার জন্য শুনানি করেছি। আদালত সল্প সময় অর্থাৎ দুই মাসের মধ্যে পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার অনুমতি দেন। যেকোনো দেশে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার জন্য মৌখিকভাবে আদেশ দেন।

গত বছরের ২২ আগস্ট দুদকের মামলায় ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক সম্রাটের জামিন মঞ্জুর করেন। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। বর্তমানে সকল মামলায় তিনি জামিনে রয়েছেন।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/ইআ

ইসমাইল চৌধুরী সম্রাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর