Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ২২:৩৮

মুন্সীগঞ্জ: সদর উপজেলা মোলাকান্দিতে পূর্ব শত্রুতার জেরে নবম শ্রেণির শিক্ষার্থী নিহাদ ঢালীকে (১৬) হত্যার অভিযোগে উঠেছে চাচাতো ভাই রিজন ঢালীর বিরুদ্ধে। বুধবার (৩১ মে) বিকেলের দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিহাদ ঢালী সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের ঢালী বাড়ির প্রবাসী দ্বীন ইসলামের ছেলে। সে আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

নিহতের মা নাসিমা বেগম অভিযোগ করে বলেন, ‘জায়গা-জমি নিয়ে আমার স্বামীর সঙ্গে তার তিন ভাই নূর ইসলাম ঢালী, রহিম ঢালী ও বিশা ঢালীর ঝামেলা চলছে। এর আগে বেশ কয়েকবার আমার স্বামীকে মারধর করে জায়গা জমি নিয়ে গেছে। স্বামীর জীবন বাঁচাতে তাকে সৌদি পাঠিয়ে দিই। আজ নুর ইসলাম ঢালীর ছেলে রিজন ঢালী খেলার মাঠে আমার ছেলেকে হত্যা করে।’

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিক চৌধুরী বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ওই ছেলেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের শরীরের কোনো মারধরের চিহ্ন নেই। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়েই হাসপাতাল যাই। তবে ছেলেটি কীভাবে মারা গেছে সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’

সারাবাংলা/পিটিএম

হত্যা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর