Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পানি জমার খবর পেলে ১৫ মিনিটে ব্যবস্থা’

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ১৮:২৬

ঢাকা: কোথাও পানি জমে থাকার খবর পেলে ১৫ মিনিটে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৩১ মে) রাজধানীর সবুজবাগ এলাকায় ডেঙ্গুর প্রকোপে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘যে সময়টা আসছে, সেই সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগের তুলনায় এখন এই সমস্যা অনেক কম। তবুও আমাদের আরও সতর্ক থাকতে হবে। এজন্য আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সকলের উচিত বাসা বাড়ি বা কোথাও পানি জমে থাকলে তা দ্রুত ফেলে দেওয়া বা বদলে ফেলা। তারপরও যদি কোথাও পানি জমে থাকার খবর পাওয়া যায়, তবে আমাদের খবর দিলে ১৫ মিনিটের মধ্যে তা নিষ্কাষণে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সিটি করপোরেশনের টিম সেখানে গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করবে।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘যাত্রাবাড়ী এলাকায় মশার লার্ভা নিধনে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। চিরুনি অভিযানের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হবে। যেহেতু যাত্রাবাড়ী এলাকা ঢাকার প্রবেশ পথ, সেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। তাই আমরা এখানে বিশেষ নজর দেব।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ ও উত্তর সি‌টি করপোরেশন সম্মিলিতভাবে কাজ করছে বলেও জানান মেয়র তাপস। তিনি বলেন, ‘আমরা দুই সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করছি। সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের কার‌ণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, যা নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল প্রয়োগ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মে‌ডি‌সিন আনা হয়েছে, যা পানিতে ছেড়ে দি‌লে প‌রিবেশের ক্ষ‌তি না ক‌রে এডিস মশার লার্ভা ধ্বংস ক‌রে ফেল‌বে।’

বিজ্ঞাপন

এ সময় মেয়র প্রতি তিন দি‌নে এক‌দিন নয়, প্রতিদিন বাসায় জমে থাকা পা‌নি ফেলে দেওয়াসহ ডেঙ্গু প্রতি‌রো‌ধে নগরবাসী‌কে এগিয়ে আসার আহ্বান জানান।

সারাবাংলা/আরএফ/পিটিএম

টপ নিউজ ডিএসসিসি মেয়র তাপস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর