Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাটল ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চবি করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ১৭:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহর অভিমুখী শাটল ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে হাটহাজারীর চৌধুরীহাট রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন (৩০) হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি একজন মুদি দোকানি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. পারভেজ সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেন চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। চৌধুরীহাট স্টেশনে ট্রেন আসার পর ওই যুবক দুই বগির মাঝের অংশে ওঠেন। ট্রেন চলে যাওয়ার পর দেখা যায়, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমরা দ্রুত তাকে প্রথমে ফতেয়াবাদে একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

চৌধুরীহাট স্টেশনে দায়িত্বরত রেলক্রসিংয়ের গেটম্যান মো. হেদায়েতুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘ট্রেন চলে যাওয়ার পর যুবক আহত হয়ে পড়ে থাকার বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। উনার একটা হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, আহত ইয়াছিনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এফএইচ/পিটিএম

মৃত্যু শাটল ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর