Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ১৭:৫৬

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। বাংলাদেশ এখন সারা‌বিশ্বে উন্নয়নের মাইলফলক।’

বুধবার (৩১ মে) দুপুরে রূপগ‌ঞ্জ উপজেলায় মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষদের উন্মুক্ত বা‌র্ষিক বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়েছে। দেশ এগিয়ে গেছে বলেই নিজের দেশের টাকায় আমরা পদ্মা সেতু করতে পেরে‌ছি। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু টানেল করতে পেরে‌ছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সু‌খি সমৃদ্ধ দেশে প‌রিণত হবে।’

অনুষ্ঠানে মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ। বাজেটে আয় ধরা হয়েছে ৩ কো‌টি ১৪ লাখ ৬০ হাজার ২০০ টাকা। ব্যয় ধরা হয়েছে ২ কো‌টি ৯৮ লাখ ২০ হাজার ১০০ টাকা। এছাড়াও উদ্বৃত রয়েছে ১৬ লাখ ৪০ হাজার ১০০ টাকা।

গোলাম দস্তগীর গাজী বলে‌ন, ‘রূপগ‌ঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে রাস্তাঘাটসহ সর্বক্ষেত্রে য‌থেষ্ট উন্নয়ন হয়েছে। এখনও বহু উন্নয়ন কাজ চলমান। বাকি অসমাপ্ত উন্নয়ন কাজগু‌লো দ্রুত শেষ করা হবে।’

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছের সভাপ‌তিত্বে এবং মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষদের স‌চিব আলতাফ হোসেন গোলবক্সের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক গোলাম রসুল ক‌লি, উপ‌জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ম‌নির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপ‌তি তা‌বিবুল কা‌দির তমাল, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি র‌ফিক মিয়া, সাধারণ সম্পাদক আলিম উদ্দিনসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

উন্নয়ন বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর