Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন ৬ অক্টোবর


৯ মে ২০১৮ ১৫:২৫ | আপডেট: ৯ মে ২০১৮ ১৫:৩৪

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি: আগামী ৬ অক্টোবর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৫১তম সমাবর্তনে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আহ্বান জানান। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১টি নির্বাহী কমিটি, ১টি ব্যবস্থাপনা কমিটি এবং ২৬টি উপকমিটি গঠন করা হয়।

গত ৩০ এপ্রিল ২০১৮ তারিখের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫১তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মিজ. লেমাহ গবায়েইকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ওই সমাবর্তন অনুষ্ঠানে তাকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন