Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে আ.লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানকে ১৪ দলের সমর্থন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ১৭:২৭

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন জানিয়েছেন সিলেটের ১৪ দলের নেতারা।

সিলেট নগরীর একটি হোটেলের হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় ১৪ দলের নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৪ দলের নেতাদের এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর ঐক্যকে গুরুত্ব দেয়। সিলেটে আওয়ামী লীগ অতীতের যেকোন সময়ের তুলনায় এখন আরও বেশি ঐক্যবদ্ধ। আমরা মনে করি ১৪ দলের সমর্থন আমাদের ঐক্যকে সুদৃঢ় করবে।’

জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ বলেন, ‘আজ আমরা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন জানালাম। আমরা ১৪ দলের প্রত্যেক নেতাকর্মী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে আছি এবং নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।’

মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতাদের পরামর্শ ও সমর্থন নিয়ে সিলেট নগরকে আমি একটি আধুনিক ও অগ্রসর নগরে পরিণত করতে চাই।’

বিজ্ঞাপন

মতিবিনিময় সভায় ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদসহ অনেকে।

সারাবাংলা/এমও

১৪ দল আওয়ামী লীগ আনোয়ারুজ্জামান মেয়র প্রার্থী সমর্থন সিলেট সিটি করপোরেশন

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর