Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ জুলাই ৮ পৌরসভায় নির্বাচন

স্পেশাল করসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ১৬:১২ | আপডেট: ৩১ মে ২০২৩ ১৭:৫৮

ঢাকা: দেশের বিভিন্ন জেলার আট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী দেশের আট পৌরসভায় ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই।

বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এসব নির্বাচনের তফসিল সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

তফসিলে বলা হয়েছে, আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভান্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবীদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ হবে ১৭ জুলাই।

সারাবাংলা/জিএস/এমও

নির্বাচন পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর