Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্ন আদালতে হট্টগোল: বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে জিডি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ১৫:৩৬

ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হট্টগোলের অভিযোগে বিএনপিপন্থী ২৮ আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে রাজধানীর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (৩১ মে) জিডির বিষয়টি জানা গেছে। মঙ্গলবার (৩০ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন এ জিডি করেন।

সাধারণ ডায়েরি (জিডিতে) যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সেলিম, মিলন, মিনহাজ রানা, আনোয়ার হোসেন, মো. জাবেদ, শফিকুল ইসলাম শফিক, আব্দুল হান্নান, আব্দুল খালেক মিগন, জহিরুল ইসলাম কাইয়ুম, তাহমিনা আক্তার হাশেমী, শামিমা আক্তার শাম্মি, নারগিস সুলতানা মুক্তি, ওমর ফারুক ফারুকী, নিজাম উদ্দিন নিজাম, ইব্রাহীম স্বপন, মোয়াজ্জেম, নুরুজ্জামান, এইচ এম মাসুম, সামচুজ্জামান দিপু, বিল্লাল হোসেন, মাসুম হাসান, নিহার হোসেন ফারুক, তাহেরুল ইসলাম তৌহিদ, হাফিজুর রহমান হাফিজ, জহিরুল ইসলাম মুকুল, ২ নুরুজ্জামান তপনসসহ ১০০/১৫০ জন অজ্ঞাতনামা বিএনপিপন্থি আইনজীবী।

দুদকের মামলায় করা তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। মধ্যাহ্ন বিরতির পর মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এজলাসে আসন গ্রহণ পূর্বক অন্যান্য কার্যক্রম শেষে বিকেল ৩টার দিকে মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু করেন। কিছুক্ষনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রমকে ব্যহত করার লক্ষ্যে বিএনপিপন্থি আইনজীবীগণ আদালতের ভিতর হৈ-চৈ হট্টগোলসহ স্বাক্ষীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আদালতে উপস্থিত এডিশনাল পি.পি এ্যাডভোকেট তাপস পাল ও দুদকের পিপি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলে উল্লেখিত বিএনপিপন্থী আইনজীবীরা বিভিন্ন ধরনের শ্লোগান প্রদাণসহ হৈ-চৈ হট্টগোল করিয়া বিচারিক কার্যক্রম ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহনে বাধা দেওয়ার চেষ্টা করে।

বিজ্ঞাপন

এতে আদালতের ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হলে মহানগর দায়রা জজ আদালত সাময়িক মূলতবী করে এজলাস থেকে নেমে আসেন। পরবর্তীতে থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আরও কিছু সময় পরে আওয়ামীপন্থী আইনজীবীগণ আদালতে প্রবেশ করলে বিএনপিপন্থী উল্লেখিত সকল আইনজীবী হৈ-চৈ হট্টগোল করতে করতে আদালত কক্ষ ত্যাগ করে। পরবর্তীতে দায়রা জজ পুনরায় আদালতে এজলাসে আসন গ্রহণ পূর্বক বর্ণিত মামলার সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণসহ দিনের পরিবর্তী বিচারিক কার্যক্রম শেষ করেন।

এদিকে তারেক রহমান ও স্ত্রী বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ বন্ধের দাবিতে আজ (৩১ মে) বুধবার বিক্ষোভ মিছিল করছেন বিএনপি পন্থী আইনজীবীরা। দুপুর ২টা থেকে শুরু হয়েছে, যা এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ মিছিল চলমান রয়েছে।

সারাবাংলা/এআই/ইআ

নিম্ন আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর