Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাড়ছে বরাদ্দ ও উপকারভোগী

জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ০৮:০৪

ঢাকা: ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বাড়ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা। বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে এক লাখ ২৬ হাজার কোটি টাকা। চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল এক লাখ ১৩ হাজার কোটি টাকা। নতুন বাজেটে সামাজিক নিরাপত্তায় বাড়ছে ১৩ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বিশেষজ্ঞরা বলছেন, চলমান সংকটময় সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বরাদ্দ আরও বেশি হওয়া প্রয়োজন। বেশি বরাদ্দ থাকলে নিম্ন আয়ের মানুষের জন্য টিকে থাকা সহজ হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বর্তমান মূল্যস্ফীতিতে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েছে। ফলে সবচেয় বেশি দুর্ভোগ পোহাচ্ছে অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষ। তাদের এই সুবিধার আওতায় নিয়ে আসা হলে কিছুটা স্বস্তিতে থাকতে পারবেন। সরকার সামাজিক নিরাপত্তা কৌশলপত্র বাস্তবায়ন করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে এমন কর্মসূচি খুব ফলদায়ক।

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন প্রায় ২৪ লাখ ভাতাভোগীর সংখ্যা বাড়ানো হতে পারে। এরমধ্যে বয়স্ক ভাতাভোগী ১১ লাখ ৪৯ হাজার জন, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতাভোগী ছয় লাখ ৯০ হাজার এবং প্রতিবন্ধী পাঁচ লাখ ৩৫ হাজার জন। পাশাপাশি কয়েকটি খাতে ভাতা ও উপবৃত্তির অঙ্কও বাড়তে পারে। সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির’ বৈঠকে এসব বিষয় আলোচিত হয়েছিল।

বিজ্ঞাপন

ওই বৈঠক সূত্রে জানা যায়, নতুন ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি বাড়ছে বয়স্ক ভাতা। এক্ষেত্রে নতুন করে প্রায় ১১ লাখ ৪৯ হাজার জনকে এ সুবিধার আওতায় আনা হতে পারে। পাশাপাশি মাসিক ভাতার হার ৫০০ টাকা থেকে ৬০০ টাকা নির্ধারণ করা হতে পারে। বর্তমান সারা দেশে বয়স্ক ভাতা পাচ্ছেন ৫৭ লাখ ০১ হাজার জন। নতুন মুখ যুক্ত হলে মোট ভাতাভোগীর সংখ্যা দাঁড়াবে ৬৮ লাখ ৫০ হাজার জনে। তবে এ জন্য আগামী বাজেটে বর্তমান বরাদ্দের চেয়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে ১ হাজার ৫২১ কোটি ৯৯ লাখ টাকা। চলতি বাজেটে বয়স্ক ভাতা খাতে বরাদ্দ আছে ৩ হাজার ৪৪৪ কোটি ৫৪ লাখ টাকা। আগামী বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হতে পারে চার হাজার ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকা।

বর্তমান বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা সুবিধা পাচ্ছেন ২৪ লাখ ৭৫ হাজার জন। নতুন সংখ্যা যুক্ত হলে এ খাতে সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াতে পারে ৩১ লাখ ৬৫ হাজার জনে। পাশাপাশি এ খাতের ভাতার অঙ্ক ৫০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হতে পারে। ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর জন্য আগামী বাজেটে অতিরিক্ত ৭৯৯ কোটি ৩৫ লাখ টাকা প্রয়োজন হবে। চলতি বাজেটে বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা খাতে বরাদ্দ আছে এক হাজার ৪৯৪ কোটি টাকা। আগামী বাজেটে এ খাতে বরাদ্দের প্রস্তাব আসতে পারে দুই হাজার ২৯৪ কোটি ৭৫ লাখ টাকা।

এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকার চার স্তরে উপবৃত্তি ভাতা চালু করেছে। আগামী বছরে সর্বস্তরের উপবৃত্তির অঙ্ক বাড়ানোর প্রস্তাব করা হতে পারে। এর মধ্যে প্রাথমিক শিক্ষায় মাসিক ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা, মাধ্যমিক স্তরে ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১৩০০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৯০০ টাকা থেকে ১৪০০ টাকা এবং উচ্চতর স্তরে ১৩০০ টাকা থেকে ১৬০০ টাকা নির্ধারণ করা হতে পারে। এ খাতে ভাতা বাড়ানোর ফলে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে ৪৮ কোটি ৮৯ লাখ টাকা। বর্তমান এখাতে বরাদ্দ আছে ৯৫ কোটি ৬৪ লাখ টাকা। আগামীকাল পেশ করা বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব করা হতে পারে ১৪৪ কোটি ৫৩ লাখ টাকা।

সূত্র আরও জানায়, ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে আগামী অর্থবছরে ৫ লাখ ৩৫ হাজার নতুন প্রতিবন্ধীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়। বর্তমানে সারা দেশে ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী সরকারের ভাতা পাচ্ছেন। নতুন মুখ যুক্ত হলে মোট প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা দাঁড়াবে ২৯ লাখে। এ জন্য বাজেটে অতিরিক্ত ৫৪৯ কোটি ৫৩ লাখ টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হতে পারে। বর্তমান প্রতিবন্ধী ভাতা খাতে বরাদ্দ আছে দুই হাজার ৪২৯ কোটি ১৮ লাখ টাকা। নতুন বাজেটে এ বরাদ্দ দাঁড়াবে দুই হাজার ৯৭৮ কোটি ৭১ লাখ টাকা।

সূত্র জানায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অপচয় রোধ করার উদ্যোগও থাকতে পারে আগামী অর্থবছরের বাজেটে। একই ব্যক্তি যাতে একাধিক সুবিধা নিতে না পারে এবং সচ্ছল ব্যক্তিরা যাতে এসব সুবিধার বাইরে থাকে, সে জন্য বিশ্বব্যাংকের সহায়তায় মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) প্রতিষ্ঠা করা হয়েছে। ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের এই তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি পুরোপুরি কার্যকর হতে পারে আগামী বাজেটে।

সারাবাংলা/জেজে/আইই

বাজেট ২০২৩-২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর