Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনোয়ারুজ্জামান ও বাবুলকে কারণ দর্শানোর নোটিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ১৯:৫২ | আপডেট: ৩০ মে ২০২৩ ১৯:৫৭

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও নজরুল ইসলাম বাবুলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করায় এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে এই দুই মেয়র প্রার্থীকে এ নোটিশ প্রদান করা হয়। সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ফয়সল কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আচরণ বিধি না মানায় দুই প্রার্থীকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের ও নজরুল ইসলাম বাবুল জাতীয়পার্টির মেয়র প্রার্থী। আগামী ২ জুন প্রতীক বরাদ্ধের পর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করেই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই তারা বিভিন্ন এলাকায় লিফলেট বিলিসহ নির্বাচনী সভা করছেন।

সারাবাংলা/এনএস

টপ নিউজ সিলেট সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর