Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে: ভাসানী পরিষদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ১৭:৫৫ | আপডেট: ৩০ মে ২০২৩ ১৯:৪৭

ঢাকা: মজলুম জননেতা মাওলানা ভাষানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে ভাষানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে। ভিসা নীতির পর এবার আমেরিকার ৬ জন কংগ্রেস মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে চিঠি দিয়েছেন যেন শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের সেনা সদস্যসহ অন্যান্য সংস্থায় কর্মরতদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বক্তারা বর্তমান বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।

ভাষানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবরুল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক, গসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে চলছে। এই সংকট থেকে দেশ ও জনগণকে বাঁচাতে হলে জাতির মাথার উপর যে জগদ্দল পাথর রয়েছে তা সরাতে হবে। এ জন্য বিএনপির সঙ্গে রাজপথে আন্দোলন করছি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্র ও আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করেছে। মাথার ওপর জগদ্দল পাথর চেপে বসেছে সরিয়ে দিতে চাই।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনারা (সরকার) দেশের জনগণ ও বিদেশির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই স্বেচ্ছায় সম্মান নিয়ে বিদায় নেবেন নাকি অতীতের স্বৈরাচারী সরকারের মতো বিদায় নেবেন। সম্মানের সঙ্গে বিদায় নিতে হলে জাতীয় নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকার গঠন করুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘সরকারের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে না। দেশে কি বাংলাদেশের সরকার রয়েছে নাকি ভারতের সরকার রয়েছে তা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। সরকারের কর্মকাণ্ডেই বোঝা যায় তারা ক্ষমতায় টিতে থাকার জন্য নতজানু পররাষ্ট্রনীতি অব্যাহত রেখেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

ভাসানী পরিষদ রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর