Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসে ৩ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ১৫:০৩ | আপডেট: ৩০ মে ২০২৩ ১৫:১০

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে থাকা তিন জনকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টায় শুরু হওয়া প্রথম শিফটের পরীক্ষায় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী স্বপন হোসেন, মো. হোসাইন ও আবদুর রাকিব।

বিষয়টি নিশ্চিত করেছেন রাবির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের ১৩৫ নম্বর রুমের পরীক্ষার্থী তানভীর আহমেদের প্রক্সি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপন হোসেনকে আটক করা হয়েছে। স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে ৪২৪ নম্বর কক্ষের জাহিদ হাসান সিয়ামের প্রক্সি হিসেবে মো. হোসাইনকে আটক করা হয়েছে।

অন্যদিকে আটক অপর ব্যক্তি আবদুর রাকিবকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের ৩৩৭ নম্বর কক্ষ থেকে আটক করা হয়। মূলত ছবি পরিবর্তনের অভিযোগে তাকে আটক করা হয়।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘আটকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

প্রক্সি ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর