মস্কোতে ড্রোন হামলা, দায় নেয়নি কিয়েভ
৩০ মে ২০২৩ ১৫:০২ | আপডেট: ৩০ মে ২০২৩ ১৯:২২
রাশিয়ার রাজধানী মস্কোতে একাধিক ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) হামলায় মস্কোর কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাজধানীর মেয়র সের্গেই সোবেইনিন এ তথ্য জানিয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন মস্কোতে আটটি ড্রোন দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ড্রোন হামলা চালিয়েছে। তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন ধ্বংস করেছে।
মস্কোর মেয়র ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
মেয়র জানান, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের কোনো বাসিন্দা গুরুতরভাবে আহত হননি। ঘটনাস্থলে দুজন ব্যক্তি চিকিৎসা সহায়তা নিয়েছেন। তবে কাউকে হাসপাতালে যেতে হয়নি।
মস্কোতে এমন ড্রোন হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী মাইখাইলো পোডোলিয়াক ইউটিউব চ্যানেল ব্রেকফাস্ট শোতে বলেন, অবশ্যই আমরা আক্রমণের সংখ্যা বৃদ্ধির দেখে খুশি। কিন্তু আমরা এর সঙ্গে জড়িত নই।
এদিকে কিয়েভে টানা তৃতীয় রাত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার রাতে চালানো ড্রোন হামলায় কিয়েভে অন্তত একজন নিহত হয়েছেন।
সারাবাংলা/আইই