Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে শতবর্ষী পুকুর ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ১৩:২০

ঢাকা: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাংগীর (বটতলা) শতবর্ষী পুকুর ভরাট এবং গুচ্ছগ্রাম নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ মে) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব।

বিজ্ঞাপন

পরে আইনজীবী হুমায়ন কবির পল্লব জানান, উপজেলা প্রশাসনের ছত্রছায়ায় ফরিদপুরের সদরপুর উপজেলার চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাংগীর (বটতলা) শতবর্ষী পুকুরটি ভরাট করে, পুকুরপাড়ের গাছগুলো কেটে ‘আশ্রয়ন প্রকল্প’ তৈরি করা হচ্ছিল। যা প্রচলিত আইনের লঙ্ঘন।

শতবর্ষী পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম নির্মাণ বন্ধে গত ২১ মে মানবাধিকার সংগঠন ল’ এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং মো. কাউছার রিট আবেদন করেন।

আদালত আজ ওই রিটের শুনানি নিয়ে শতবর্ষী পুকুর ভরাট এবং গুচ্ছগ্রাম নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

পুকুর ভরাট ফরিদপুর শতবর্ষী পুকুর ভরাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর