Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণের গাড়িচাপায় প্রশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ২১:৪২ | আপডেট: ২৯ মে ২০২৩ ২১:৪৪

চাঁপাইনবাবগঞ্জ: গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার সময় দুর্ঘটনায় পড়ে গোলাম রসুল নামে এক প্রশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বারোঘরিয়া এলাকায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রসুল টিটিসিতে অতিথি প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর মহল্লার মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

টিটিসির অধ্যক্ষ মঈন উদ্দিন জানান, প্রশিক্ষণ চলাকালে একজন প্রশিক্ষণার্থী গাড়িটি পেছন দিকে নিচ্ছিল। ওই এসময় একটি আম গাছের পাশে দাঁড়িয়ে ছিলেন প্রশিক্ষক গোলাম রসুল। ব্যাক গিয়ারে থাকা গাড়িটি দ্রুতই দাঁড়িয়ে থাকা গোলাম রসুলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/পিটিএম

গাড়িচাপা প্রশিক্ষক নিহত প্রশিক্ষণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর