গাজীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তের নির্দেশ ইসির
২৯ মে ২০২৩ ১৯:৪৩
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ মে) নির্বাচন কমিশন থেকে পাঠানো এক চিঠিতে গাজীপুরের পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি জানিয়েছে, গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ৫৭ নম্বর ওয়ার্ডের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি, হামলা, আহত হওয়ার বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে গাজীপুরের পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনেও তদন্তের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২ এ উল্লিখিত সংজ্ঞায় উপবিধি (২) মোতাবেক নির্বাচনপূর্ব সময় অর্থ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কাল।
আচরণ বিধিমালার বিধি-১৮ অনুসারে কোনো ব্যক্তি নির্বাচন উপলক্ষে কোনো নাগরিকের জমি, ভবন বা অন্য কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির ক্ষতিসাধন, অনভিপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণ দ্বারা কারও শান্তিভঙ্গ করতে পারবে না। এ সব কার্যক্রম নির্বাচনি আইন, বিধিমালা, আচরণ বিধিমালা ভঙ্গ ছাড়াও প্রচলিত আইনের পরিপন্থী।
সারাবাংলা/জিএস/একে