Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপিতে অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ১৭:৩৬

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ের গেট থেকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪ নেতাকে আটকের অভিযোগ উঠেছে। জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি।

আগামী ৫ জুন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি করার অনুমতি নিতে ডিএমপিতে যান ওই চার নেতা।

জামায়াতে ইসলামীর দাবি— আটক চারজন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ কমিটির প্রতিনিধি। ডিএমপি কার্যালয়ের গেটে গেলেই ডিবি পুলিশ তাদের আটক করে।

জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, বারের সাবেক সহ-সভাপতি ও মানবাধিকারকর্মী ড. গোলাম রহমান ভূঁইয়া, বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন ভূঁইয়া।

সারাবাংলা/ইউজে/একে

অনুমতি জামায়াত টপ নিউজ ডিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর