Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সস্তায় পেলে রাশিয়ার তেল কিনবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৩ ১৭:১০

পশ্চিমা উদ্বেগ সত্ত্বেও সাশ্রয়ী মূল্যে পেলে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে বাংলাদেশ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে উন্মুক্ত সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্বৃত করে এমন খবর প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম আরটি।

আরটির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে কাতার ইকনোমিক ফোরামে রুশ তেল কেনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যদি পণ্যটি সাশ্রয়ী মূল্যে দেওয়া হয় অবশ্যই আমরা কিনব। কেন নয়?’

বিজ্ঞাপন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মস্কোকে বিচ্ছিন্ন রাখার কোনো উদ্যোগে বাংলাদেশ কখনও পক্ষ নেবে না বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে কখনোই পক্ষপাতমূলক ভূমিকা পালন করবে না বাংলাদেশ।’

আরটির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের দেশের উন্নয়ন করছি। আমাদের অবশ্যই জনগণের চাহিদা পূরণ করতে হবে এবং জনগণের জীবন উন্নত করতে উন্নয়ন চালিয়ে যেতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানেই [তেল] পাওয়া যাবে এবং যে-ই আমাদের সাশ্রয়ী মূল্য দেবে আমরা অবশ্যই তা কিনব। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিসহ অন্যান্য সমস্ত উপায়ও দেখছে।’

সারাবাংলা/আইই

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর