Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ওআইসি মহাসচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ১৬:৩০

কক্সবাজার: মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক সংঘটিত রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার যে মামলা বিচারাধীন রয়েছে; সেটির গতি আরও তরান্বিত করতে ওআইসি সবধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব এইচ ই হিসেন ব্রাহিম তাহা।

সোমবার (২৯ মে) দুপুরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ওআইসি মহাসচিবের বরাতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে ওআইসি মহাসচিবের সঙ্গে আলাপকারী রোহিঙ্গারা বলছেন, তারা বরাবরের মত স্বদেশে ফিরতে রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতির পাশাপাশি পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।

সোমবার সকাল পৌনে ৯ টায় বিশেষ বিমান যোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান ওআইসি মহাসচিব এইচ ই হিসেন ব্রাহিম তাহার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

ওআইসি’র প্রতিনিধি দলটি সকাল সোয়া ১০ টায় পৌঁছান কুতুপালং ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান প্রতিনিধি দলটিকে স্বাগত জানান। এরপর ওআইসি প্রতিনিধি দল ক্যাম্পটির ব্র্যাক পরিচালিত ইয়ুথ সেন্টার পরিদর্শন এবং রোহিঙ্গা তরুণদের সঙ্গে কথা বলেন। পরে সোয়া ১১ টায় ক্যাম্পটিতে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন পরিচালিত ইকো-গার্ডেন পরিদর্শন করেন। এরপর প্রতিনিধি দলটি ক্যাম্পটির পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাসহ রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংস্থার পরিচালিত কার্যক্রম ও প্রকল্প পরিদর্শন করেন।

সর্বশেষ ওআইসি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলটি কুতুপালং ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পে রোহিঙ্গাদের প্রতিনিধি ও নির্যাতনের শিকার লোকজনের সঙ্গে কথা বলেন। সেখানে ৪০ জনের বেশী রোহিঙ্গা ওআইসি মহাসচিবের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ। আলাপকারী রোহিঙ্গারা বলছেন, তারা ওআইসি মহাসচিবের কাছে নাগরিকত্বের স্বীকৃতির পাশাপাশি পূর্ণ নাগরিক অধিকার ও মর্যাদা নিয়ে স্বদেশে ফিরতে দাবি জানিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে গাম্বিয়ার দায়ের মামলার বিচারের জন্য ওআইসি’র ভূমিকার দাবিও জানান তারা।

বিজ্ঞাপন

এদিকে রোহিঙ্গা পরিদর্শন শেষে ওআইসি মহাসচিব এইচ ই হিসেন ব্রাহিম তাহা গণমাধ্যম কর্মিদের সঙ্গে কথা না বললেও তার বরাতে কথা বলেছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানিয়েছেন, ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের স্বার্থ নিয়ে প্রতিনিয়ত কথা বলে আসছেন। আর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার তরান্বিত করতে ওআইসি’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ওআইসি’র মহাসচিব এইচ ই হিসেন ব্রাহিম তাহা এর নেতৃত্বে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। বিকেলে বিমানযোগে প্রতিনিধি দলটি ঢাকায় ফিরবেন।

সারাবাংলা/একে

গণহত্যা টপ নিউজ মিয়ানমার রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর