Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিয়েভে টানা দ্বিতীয় রাতে রুশ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৩ ১৫:৩৪ | আপডেট: ২৯ মে ২০২৩ ১৬:৪৭

টানা দুই রাত ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসে এ নিয়ে ১৫ বার আকাশপথে কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, বেশিরভাগ রুশ ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। রয়টার্সের খবর।

রোববার রাতের হামলায় কিয়েভের ঝুলিয়ানা বিমানবন্দরে ধোঁয়া দেখা গেছে বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে কিয়েভে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কিয়েভ ছাড়াও ইউক্রেনের অন্যান্য শহরে রুশ ড্রোন হামলা তীব্র হয়েছে। লাভিভ, ওদেসা, ভিনিতসা এবং খমেলনিটস্কি অঞ্চলে বিস্ফোরণ দেখা গেছে।

খমেলনিটস্কি অঞ্চলের একটি বিমানঘাঁটিতে রুশ হামলায় পাঁচটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

গত বছর ইউক্রেনে হামলা চালানোর পর গত শনিবার রাতে সবচেয়ে বড় পরিসরে ড্রোন হামলা চালায় রাশিয়া। কিয়েভে রাতভর একসঙ্গে অন্তত ৫৪টি রুশ ড্রোন হামলা করে বলে দাবি ইউক্রেন কর্তৃপক্ষের। এসময় অন্তত ৫২টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করছে ইউক্রেন।

সারাবাংলা/আইই

ইউক্রেন কিয়েভ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর