Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সপ্রেসওয়ের রড ঢুকে এফোঁড়-ওফোঁড় শিশুর মাথা, হাসপাতালে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ১৩:৫৪ | আপডেট: ২৯ মে ২০২৩ ১৫:১১

ঢাকা: রাজধানীর মহাখালী ব্রিটিশ টোব্যাকোর সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ব্যবহৃত রড মাথায় পড়ে অজ্ঞাত পরিচয় (১২) এক শিশু মারা গেছে।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

ওই শিশুকে হাসপাতালে আনা এক পথচারী সারাবাংলাকে জানান, মাথার ওপরে রড ঢুকে তা মাথার পেছন দিক থেকে বেরিয়ে গেছে। অন্তত এক ফুট মতো রড শিশুর মাথায় গেঁথে ছিল। ওই অবস্থাতেই শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির মরদেহ এখন মর্গে রয়েছে। তার মাথাতে গেঁথে যাওয়া রড এখনও রয়েছে বলে ঢামেকে থাকা সারাবাংলার স্টাফ করেসপন্ডেন্ট জানিয়েছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, একটি শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শিশুটিকে দেখে পথশিশু মনে হচ্ছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

পথচারী আব্দুল কাদির ইমন জানান, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান কয়েকজন লোক মহাখালী ব্রিটিশ টোব্যাকোর সামনের রেললাইনে জড় হয়ে আছে। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন মিলে শিশুটিকে হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/এসএসআর/একে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে টপ নিউজ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর