Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচিতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ২১:২৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার পথে হঠাৎ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে সংঘাতের এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘পদযাত্রা কর্মসূচি থেকে কে বা কারা প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ফের হামলা চালায়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কারা, কাদের নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় পুলিশ সদস্য কেউ আহত হয়েছেন কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও ওসি খায়রুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বাকলিয়া এক্সেস রোড থেকে পদযাত্রা নিয়ে বিএনপির নেতাকর্মীরা বহদ্দারহাট পর্যন্ত যান। পদযাত্রার পেছন দিকে পুলিশের সঙ্গে সংঘাত শুরু হলে জ্যেষ্ঠ নেতারা দ্রুত কর্মসূচি শেষ করে ওই এলাকা ছেড়ে চলে যান। সংঘর্ষের কারণে প্রায় আধাঘণ্টা ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল।

জানতে চাইলে পদযাত্রায় উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিটিং শেষ করেছি। পদযাত্রাও শেষ করেছি। হাজার, হাজার নেতাকর্মী কয়েক কিলোমিটার হেঁটে সুন্দরভাবে পদযাত্রা শেষ করেন। শেষদিকে পেছনদিকে সামান্য উত্তজেনা হয়। এটা গুরুতর কিছু নয়। সাময়িক উত্তেজনার বশে হয়েছে বলে আমার মনে হয়েছে। তবে আমাদের পুরো কর্মসূচি ছিল একদম শান্তিপূর্ণ।’

বিজ্ঞাপন

গণতান্ত্রিক সরকার নেই, একদলীয় সরকার আছে: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই, আছে একদলীয় সরকার। এ সরকার গত ১৪ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জনগণের নাগালের বাইরে চলে গেছে। আওয়ামী সিন্ডিকেটের ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। সবকিছু আজ সরকারের নিয়ন্ত্রণের বাইরে।’

রোববার বিকেলে নগরীর বাকলিয়া এক্সেস রোডে বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলটির ঘো‌ষিত ১০ দফা দাবি বাস্তবায়‌নে কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূ‌চি শুরুর আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, ‘গুম, খুন আর দূর্নীতি হচ্ছে আওয়ামী লীগ সরকারের রাজনীতি। শেয়ার বাজারের টাকা কোথায় গেল, সব টাকা পাচার হয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, একটি অবৈধ সরকারের কবল থেকে দেশকে রক্ষা করা, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা মাঠে নেমেছি। আমরা আশা করি, অচিরেই এই সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার প্রণয়ন করবে, যে সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে।’

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিমউদ্দিন, কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর কমিটির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, নগর ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি ও সাধারন সম্পাদক জেলী চৌধুরী বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

কর্মসূচি পদযাত্রা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর