Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র আরিফের সহযোগিতা চাইলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ২০:১৪

ঢাকা: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওযামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি মেয়র আরিফের দোয়া ও সহযোগিতা চান।

রোববার (২৮ মে) সকালে মেয়র আরিফের কুমারপাড়ার বাসভবনে উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। তখন তাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক।

এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আরিফুল হকের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান।

উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করেছেন না। গত ২০ মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেন তিনি।

৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিট করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। রোববার ছিল আপিলের শেষ তারিখ। ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওইদিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

সারাবাংলা/পিটিএম

আনোয়ারুজ্জামান চৌধুরী টপ নিউজ মেয়র আরিফুল হক চৌধুরী

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর