Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রার্থিতা নিয়ে নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়লে দলের ক্ষতি’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১৯:৪৪ | আপডেট: ২৮ মে ২০২৩ ২১:২৬

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচন আসছে। অনেকেরই প্রার্থিতার আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু এটাকে কেন্দ্র করে এখন থেকে যদি নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই করেন তাহলে দল ক্ষতিগ্রস্থ হবে।

রোববার (২৮ মে) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‘শান্তি সমাবেশ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সারাদেশে অব্যাহত থাকবে’- এটা নেত্রীর নির্দেশ বলে অবহিত করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। সেজন্য শান্তি সমাবেশ করব। কারও সঙ্গে পাল্টাপাল্টি করা আমাদের রাজনীতি নয়। কোনো অবস্থাতেই আক্রমণকারী হবেন না। বিএনপি এখন যেকোনোভাবে দেখাতে চাইছে আওয়ামী লীগ আক্রমণকারী। এই ষড়যন্ত্র তারা শুরু করেছে।’ তাই কোনো অবস্থাতেই নেতাকর্মীদের মাথা গরম না করার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ আমাদের সঙ্গেই আছে। গাজীপুরে আমরা কিছু ভোটে হেরে গেছি। কিন্তু নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কেউ কিছু বলতে পারেনি। আমরা আমাদের গণতন্ত্রকে বিজয়ী করেছি। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আমরা সেখানে করেছি। সামনেও ইলেকশন আছে, এই নির্বাচনগুলোও অবাধ ও সুষ্ঠু হবে। শেখ হাসিনা সরকারের নীতিই হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই।’

তাই সরকারবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে যে অপশক্তি সহস্র মায়ের কোল খালি করেছে, যে অপশক্তি রক্তের দরিয়া বানিয়েছে, যেই অপশক্তি লাশে লাশে লাশের পাহাড় সৃষ্টি করেছে; সেই অপশক্তির হাতে এই স্বাধীন বাংলাদেশের ক্ষমতা আমরা তুলে দিতে পারি না।’

বিজ্ঞাপন

তাই আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন আসছে। অনেকেরই আকাঙ্ক্ষা থাকতে পারে। অনেকের প্রার্থিতা মনে থাকতে পারে। কিন্তু এটাকে কেন্দ্র করে এখন থেকে যদি পারস্পরিকভাবে নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই করেন, ক্ষতিগ্রস্ত হবে দল। চা দোকানে বসে নিজের দলের লোকের গীবত করবেন- এটা আওয়ামী লীগের কাজ নয়। আওয়ামী লীগের কোনো কর্মী, নেতা এটা করতে পারে না।’

‘দলকে ঐক্যবদ্ধ রাখবেন। এখন যারা প্রার্থী আছেন তারা সবাই একসঙ্গে গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট চাইবেন। তারপর আমাদের নেত্রী, আমাদের মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন। এটা হলো পরিষ্কার কথা’- বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সংকট উত্তরণের জন্য প্রধানমন্ত্রী অবিরাম কাজ করে যাচ্ছেন। বিভিন্নভাবে দেশের মানুষের কষ্টকে লাঘব করার জন্য তিনি প্রতিনিয়তেই করণীয় ঠিক করে কাজ করে যাচ্ছেন। আমরা তার হাতকে শক্তিশালী রাখব, নিজেরা ঐক্যবদ্ধ থাকব। আমরা ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার হাত শক্তিশালী।’

আমেরিকার ভিসানীতি নিয়ে বিএনপি এখন নাটক সাজাচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো ফ্রি-ফেয়ার ইলেকশনের প্রক্রিয়া শুরু করেছি। ফ্রি-ফেয়ার ইলেকশনের জন্য প্রথম বাংলাদেশে আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছে শেখ হাসিনার সরকার। ফ্রি-ফেয়ার ইলেকশনের ক্ষেত্র আমরা প্রস্তুত করছি। আমরা তৈরি হচ্ছি ফ্রী ফেয়ার ইলেকশন করার জন্য।’

ইলেকশনে বিএনপি বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা ঘোষণা দিয়ে বাধা দিচ্ছে। কেরানীগঞ্জে তো নাটক সাজিয়েছে। আওয়ামী লীগের অফিস ভাংচুর করল।’

তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা ভিসার ব্যাপারে আমরা মাথা ঘামাই না। এসব আমাদের বিষয় নয়। এইসব নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই। আমরা তো ফ্রি-ফেয়ার ইলেকশন করবই। যারা ইলেকশন ফ্রি-ফেয়ার করতে চায়, তারা ইলেকশনে বাধা দেবে কেন? বাধা যারা দেয় তাদের জিজ্ঞেস করুন। বাধা দেয় বিএনপি। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। তারা ইলেকশন হতে দেবে না? আমরাও দেখব কি হয় আর কি না হয়?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভিসা-নীতিতে তো কেয়ারটেকার নেই? প্রধানমন্ত্রীর পদত্যাগ আছে নাকি? ভিসা নীতিতে পার্লামেন্টের বিলুপ্তি আছে নাকি? তাহলে এরা যে চায়, এটার বিচার কে করবে?’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কি জোর করে জিততে গেছে গাজীপুরে। সব ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, পরিষ্কার কথা। জনগণের কাছে এটা আমাদের অঙ্গীকার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব। এটা আমরা বার বার বলছি। আমাদের নেত্রী বিদেশেও বলেছে বিভিন্ন ইন্টারভিউয়ে এবং এখানও বলেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ প্রার্থিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর