Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবি রওশনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১৮:৫৫

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা। বিবৃতিতে বেগম রওশন এরশাদ বলেন, চাকরির বয়সের সীমা ৩৫ বছর করা এখন সময়ের দাবি।

রোববার (২৮ মে) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘পৃথিবীর ১৬২টি দেশে চাকরির আবেদনের সময়সীমা ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত। বয়সই বড় কথা নয় যোগ্যতাই বড় কথা। লেখাপড়া শেষ করতেই ২৮ বছর অতিবাহিত হয়ে যায়। কত কষ্টে লেখাপড়া করে চাকরি না পেয়ে ৩০ বছর চলে যাওয়ার পর মনের দুঃখে হতাশ হয়ে সার্টিফিকেট জ্বালিয়ে ফেলে দেন যা অত্যন্ত দুঃখের এবং আমাদের অন্তরাত্মাকে স্পর্শ করে।’

বিরোধী দলীয় নেতা বলেন, ‘এই সরকারের আমলে শিক্ষা ও উচ্চ শিক্ষার হার বেড়েছে। কিন্তু বেকারত্ব হু হু করে বেড়ে চলেছে। এই বেকারত্ব দূর করতে হলে শিক্ষার্থীদের গতানুগতিক ধারায় শিক্ষিত করলে চলবে না। কারিগরি শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা কোর্স দিয়ে শিক্ষিত করলে হবে না। কারিগরি শিক্ষার জন্য উচ্চতর শিক্ষারদ্বার উন্মোচন করতে হবে। প্রতিটি সরকারি বে-সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অবিলম্বে কারিগরি শিক্ষার বিষয়গুলো চালু করা হোক।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র বিসিএস পরীক্ষা দিয়ে বিবেচনা করা যায় না। কারণ একটি বিসিএস পরীক্ষায় মাত্র ৪ থেকে ৫ হাজার ছেলে-মেয়েদের চাকরি হয়। আর বেকার যুবকদের সংখ্যা আছে ২৬ লক্ষের উপরে। তাদের কথা বিবেচনা করে তাদেরকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ‘

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর