Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১৬:১১

নড়াইল: নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে আশিকুর রহমান (২৬) নামের এক যুবক নিখোঁজ হওয়ার একদিন পর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার (২৮ মে) সকাল ৬টার দিকে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ ঘাট থেকে প্রায় ১০০ গজ দুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।

স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরের দিকে নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাটে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে আশিকুর রহমান ডুব দিয়ে সে আর ওঠেনি। খবর পেয়ে তার স্বজনরা অনেক খোঁজাথুঁজি করে তাকে পায়নি। রোববার সকাল ৬ টার দিকে শাহজাহান খান নামে এক নৌকার মাঝি নিখোঁজ যুবক আশিকুর রহমানের মরদেহ নদীতে ভাসতে দেখেন। পরে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয় বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, ‘মরদেহ ভাসছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ডুবে যাওয়া জায়গা থেকে ১০০ গজের মধ্যেই মরদেহটি পাওয়া যায়।’

সারাবাংলা/একে

নড়াইল মরদেহ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর