Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরখানে নির্মাণাধীন ভবনে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১৩:০৩

ঢাকা: রাজধানীর উত্তরখান এলাকায় নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকিতে জমে থাকা গ্যাসে দুই শ্রমিক মারা গেছেন। নিহত দুই শ্রমিকের নাম আব্দুস সামাদ (৫০) ও মধু (৪১)।

রোববার (২৮ মে) সকাল ৯টার দিকে উত্তরখান বাবুর্চির বাড়ি মোড়ের একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই শ্রমিকদের মৃত্যু হয়।

উত্তরখান থানার (পরিদর্শক) অপারেশন মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিসি জানান, ওই দুই শ্রমিক সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনের নিচতলায় সাটারিং খোলার সময় জমে থাকা গ্যাসের কারণে অচেতন হয়ে ট্যাংকিতে পড়ে মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাদের দু’জনের বাড়ি গাইবান্ধা। মৃতদেহ দু’টি থানায় আছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমও

উত্তরখান টপ নিউজ নির্মাণাধীন ভবন শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর