সিরাজগঞ্জে রোগীর পেট থেকে বের হলো ১৫টি কলম
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ০৯:০১ | আপডেট: ২৮ মে ২০২৩ ০৯:৩৯
২৮ মে ২০২৩ ০৯:০১ | আপডেট: ২৮ মে ২০২৩ ০৯:৩৯
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আব্দুল মোতালেব (৩৫) নামের এক মানসিক রোগীর পেটের ভেতর থেকে ১৫টি কলম বের করার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনো অপারেশন ছাড়া এন্ডোস্কপির মাধ্যমে পেট থেকে এ কলমগুলো বের করেন।
অসুস্থ আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অসুস্থ মোতালেব মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে সুস্থ অবস্থায় রয়েছেন।’
সারাবাংলা/এমও