Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশাসনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী হামলা করছে: রিজভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৩ ২১:২৩

যশোর: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘সাধারণ মানুষকে নিয়ে বিএনপি যখন আন্দোলন করছে, তখন প্রশাসনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলা করছে।’

শনিবার (২৭ মে) বিকেলে যশোরে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শহরের ভোলা ট্যাংক রোডে অনুষ্ঠিত সভাটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করে যশোর জেলা বিএনপি। সরকার পদত্যাগের ১০ দাবিতে বিএনপির জেলা পর্যায়ে এ সমাবেশ করা হয়।

বিজ্ঞাপন

দেশের জনগণ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘জেলায় জেলায় সাধারণ মানুষ তার (শেখ হাসিনা) পতনসহ নানা দাবিতে আন্দোলন শুরু করেছে। কিন্তু সেই আন্দোলন আওয়ামী লীগ শুনতে পায় না। কারণ তাদের কানে শিসা ঢোকানো। যেখানে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না সেখানে এতো উন্নয়নের গল্প কিসের? সরকার উন্নয়নের নামে দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে।’

গাজীপুর সিটি নির্বাচনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের নামে সরকার নির্বাচনের টোপ দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা গায়ের জোরে তার প্রশাসন দিয়ে এখনো ক্ষমতায়। শেখ হাসিনার নেতৃত্বে নয়, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের হাতেই নির্বাচন সুষ্ঠু হবে। আর সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় যেতে পারবে না।’

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকীসহ অনেকে।

বিজ্ঞাপন

সমাবেশে যশোরের আট উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ প্রশাসন রিজভী রুহুল কবির রিজভী সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর