Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বজ্রপাতে দু’জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৩ ২০:০৩

মুন্সীগঞ্জ: সিরাজদিখানে বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে উপজেলায় কুসুমপুর লেবুতলায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লৌহজং উপজেলার কনকশার বটতলা গ্রামের শাজাহানের ছেলে কাউসার ও একই গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, নিহত দু’জনই লৌহজং উপজেলার কনকসার বটতলা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে জুম্মন সরদার পেশায় অটোচালক এবং কাউসার মাছ ব্যবসায়ী।

ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া বলেন, ‘বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরবর্তীতে তাদের পরিবারের লোকজন এলে তাদের কাছে লাশ হস্তান্তর করেছি।’

সারাবাংলা/এমও

বজ্রপাত মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর