Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৩ ১৯:২৪

ঢাকা: রাজধানীর বনানী রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে সৌরভ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে স্টেশনের দক্ষিন পাশের রেললাইনে এ ঘটনা ঘটে।

মৃত সৌরভ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে। তিনি কেরানীগঞ্জ জিনজিরা হুক্কাপট্টি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

বাবা কৃষ্ণ চন্দ্র রায় বলেন, ‘সৌরভ চট্রগ্রাম পোর্টের মতিঝিল অফিসের কম্পিউটার অপারেটর কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৮টায় বনানী যাওয়ার উদ্দেশ্যে কেরানীগঞ্জের বাসা থেকে বের হন। এরপর দুপুরে পুলিশের মাধ্যমে জানতে পারি সৌরভ ট্রেনে কাটা পড়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই।’

তিনি আরও বলেন, ‘বনানীতে সৌরভ একটি ফ্ল্যাট কেনার কথা বলেছিলেন। ৬০ লাখ টাকা দামদরও ঠিক হয়েছে। কিন্তু আমরা এর কিছুই জানি না। আজ সকালে ফ্ল্যাটের কিছু টাকা পরিশোধ করার কথা। এরপর সৌরভের মৃত্যুর খবর পাই। কাদের কাছ থেকে ফ্ল্যাট কিনছে সে বিষয়ে কিছুই বলতেন না। শুধু বলেছেন আর কিছুদিন পর নিজের ফ্ল্যাটেই থাকতে পারব।’

ঢাকা বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারামা জানান, দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস আই আরও জানান, ওই যুবক অসতর্কভাবে রেললাইন অতিক্রম করার সময় ১১সিন্ধু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সারাবাংলা/এসএসআর/ইআ

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর