Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্দোলনের ঝড়ে শেখ হাসিনার সরকার বঙ্গোপসাগরে পড়বে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৩ ১৯:১০

নড়াইল: বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। কালবৈশাখী ঝড়ের মতো জনগণের আন্দোলনের ঝড়ে শেখ হাসিনার সরকার বঙ্গোপসাগরে গিয়ে আছড়ে পড়বে।

শনিবার (২৭ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার নাকশী-মাদরাসা এলাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিএনপি নেতা বলেন, ‘বিনা কারণে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিদেশী প্রভুদের কাছে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমতাসীন সরকারের কাছে আজ মানুষ জিম্মি। দেশের প্রতিটি খুন, গুম, নিপীড়ন ও সন্ত্রাসী কাজে বর্তমান ক্ষমতাসীন সরকার জড়িত।’

দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এবার হাসিনার অধীনে নির্বাচন হলে রাতেই ভোট হয়ে যাবে। কারণ, আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচন এলে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে। এদের জনগণ বিশ্বাস করে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া জনগণও আওয়ামী লীগের অধীনের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না।’

নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছিলেন। শেখ হাসিনাও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এ দেশকে গণতন্ত্রবিহীন রাষ্ট্রে পরিণত করেছেন।’

বিজ্ঞাপন

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আলী হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- বিএনপির জেলা সহসভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান, অশোক কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ জেলা ও উপজেলার নেতারা।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ নিতাই রায় চৌধুরী শেখ হাসিনার সরকার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর