Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরে ২ হাজার কোটি টাকা খাজনা আদায়ের টার্গেট ভূমিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৩ ১৮:৫৩ | আপডেট: ২৭ মে ২০২৩ ১৮:৫৫

চট্টগ্রাম ব্যুরো: অনলাইনে পরিশোধ পদ্ধতি চালুর পর দেশে একমাসে প্রায় ৩৫০ কোটি টাকা খাজনা আদায় হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ অবস্থায় আগের বছরের চেয়ে তিনগুণ বেড়ে এখন থেকে বছরে দুই হাজার কোটি টাকা করে খাজনা আদায় সম্ভব হবে বলে আশা করছেন মন্ত্রী।

শনিবার (২৭ মে) সকালে চট্টগ্রামে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় ভূমিমন্ত্রী এ তথ্য দেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ সভা আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘ভূমি মন্ত্রণালয় একসময় ইমেজ সংকটের মন্ত্রণালয় ছিল। আমাকে যখন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আমিও খুব অস্বস্তিতে ছিলাম। অনেক পরিশ্রমের পর ভূমি মন্ত্রণালয়কে ইমেজ সংকটের জায়গা থেকে বের করে এনেছি। ভূমি উন্নয়ন কর, জমির নামজরিসহ সকল প্রকার ভূমিসেবা এখন অনলাইনে পাওয়া সম্ভব। এককথায় ভূমি সেবা এখন হাতের মুঠোয়।’

খাজনা আদায়ের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘২০২০-২১ অর্থবছরে খাজনা আদায় হয়েছিল প্রায় ৪৫০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে ৬৪৯ কোটি টাকা। এরপর গত ১৪ এপ্রিল থেকে আমরা সনাতন পদ্ধতিতে ভূমির খাজনা আদায় বন্ধ করে দিয়েছি। এখন খাজনা নেওয়া হচ্ছে সম্পূর্ণ অনলাইনে। এতে এক মাসে খাজনা আদায় হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আশা করছি বছরে দুই হাজার কোটি টাকা খাজনা আদায় সম্ভব হবে।’

বিএনপির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যে দলের জন্ম পেছনের দরজা দিয়ে, যাদের জন্ম ক্যান্টনমেন্টে, যারা স্বাধীনতাবিরোধী চক্রকে নিয়ে দেশ শাসন করেছিল, আজ তারাই বলছে গণতন্ত্রের কথা। জানি না তাদের মুখে গণতন্ত্রের কথা কতটুকু মানায়। তাদের সর্বশেষ শাসনামলে দেশকে লুটের দেশ হিসেবে পরিচিত করেছিল। তারা হাওয়া ভবন সৃষ্টি করেছিল। তবে তারা বুঝতে পেরেছে, এখন তাদের ক্ষমতায় আসা কঠিন। কারণ দেশে আরেকটি পদ্মা সেতু, টানেল কিংবা মেট্রোরেল হবে না।’

বিজ্ঞাপন

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ  এবং এ কে এম সরোয়ার কামাল বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমও

খাজনা আদায় টপ নিউজ ভূমিমন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর