ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ মে ২০২৩ ১৬:২২ | আপডেট: ২৭ মে ২০২৩ ১৯:৪১
ভোলা: ভোলার পৃথক দুই উপজেলায় পানিতে ডুবে মো. আব্দুল্লাহ্ (২) ও আবির হোসেন (দেড় বছর) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মে) সকালে ভোলার বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. বজলুর রহমানের ছেলে আব্দুল্লাহ্ তার পরিবারের সদস্যদের অসচেতনার কারণে বসতঘরের পাশে পুকুরে পরে যায়। পরে তার পরিবারের সদস্যরা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে সকালে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহীমের দেড় বছরের শিশু মো. আবিদ তার পরিবারের সদস্যদের অগচরে বসতঘরের সামনে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সারাবাংলা/ইআ