Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাকরিজীবীদের নিয়োগ-পদোন্নতি ও গ্রেড দিতে ৫ কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৩ ১৫:৫৬ | আপডেট: ২৭ মে ২০২৩ ১৮:৫৫

ফাইল ছবি

ঢাকা: সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মচারী নিয়োগ, পদোন্নতি এবং উচ্চতর গ্রেড দিতে আলাদা পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি পরিপত্র জারি করা হয়েছে।

এরমধ্যে মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতরের ক্ষেত্রে রাজস্ব খাতভুক্ত ১১-২০ (আগের তৃতীয় ও চতুর্থ শ্রেণি) গ্রেডের পদে সরাসরি নিয়োগ বা পদোন্নতির মাধ্যমে পূরণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

দফতর, অধিদফতর, পরিদফতরের যুগ্মসচিব বা সমগ্রেডভুক্ত পদের একজন কর্মকর্তাকে সভাপতি করে পাঁচ সদস্যের সরকারি দফতর, অধিদফতর, পরিদফতরের জন্য গঠিত বিভাগীয় নিয়োগ বা পদোন্নতি, উচ্চতর গ্রেড দিতে আরেকটি কমিটি করা হয়েছে।

পাশাপাশি, সরকারি কর্মকমিশনের আওতাবহির্ভূত সব মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন দফতর, অধিদফতর, পরিদফতরের ৭-৯ গ্রেডের পদে সরাসরি নিয়োগ দিতে একটি কমিটি, ১০-১২ গ্রেডের পদে সরাসরি নিয়োগ দিতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া সরকারি কর্ম কমিশনের আওতাবহির্ভূত মন্ত্রণালয়, বিভাগের আওতাধীন এবং স্বশাসিত সংস্থার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ গ্রেডের পদে নিয়োগ বা পদোন্নতি দিতে আগের জারি করা পরিপত্র বাতিল করে নতুন করে বিভাগীয় নিয়োগ, পদোন্নতি কমিটি করা হয়েছে।

সরকারি কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড দিতে এই পাঁচটি কমিটি গঠন করেছে সরকার। পাশাপাশি আগের জারি করা পরিপত্রগুলো বাতিল করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

৫ কমিটি নিয়োগ পদোন্নতি সরকারি চাকরিজীবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর