Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৩ ১৯:৩৯

চট্টগ্রাম ব্যুরো: সামনের জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (২৬ মে) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও টিকলু দে’র সঞ্চালনায় মানববন্ধন হয়েছে।

সভায় ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ‘প্রতিবছর বাজেটে অনুৎপাদনশীল খাতে বরাদ্দ বাড়ছে আর শিক্ষায় বরাদ্দ কমছে। বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ খাত মিলিয়ে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়। ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ এবং জাতীয় আয়ের আট শতাংশ বরাদ্দের দাবিতে আন্দোলন করে আসছে। এই দাবি শুধু ছাত্র ইউনিয়নের নয়, সাধারণ শিক্ষার্থীদের দাবি।’

মানববন্ধনে সাংগঠনিক সম্পাদক শুভ দেবনাথ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম নাবিল, সদস্য আশিক এলাহী ও হালিশহর থানার সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুর জামান অভি বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমও

২৫ শতাংশ বাজেট শিক্ষাখাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর