Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের আশ্বাসে চট্টগ্রামে এসে ধর্ষণের শিকার তরুণী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৩ ১৭:৪২

হানিফ, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বিয়ের স্বপ্ন নিয়ে কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম নগরীতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) রাতে নগরীর মধ্যম গোসাইলডাঙ্গা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার গাজী মো. হানিফের (৫১) বাড়ি বরগুনা জেলায়। বাসা নগরীর মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, দুই মাস আগে হানিফের সঙ্গে মোবাইলে কিশোরগঞ্জের এক তরুণীর পরিচয় হয়। সে নিজের নাম নাছির ও বয়স ৩০ বছর বলে মিথ্যা পরিচয় দেয়। যোগাযোগের একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। তরুণীকে বিয়ের জন্য চট্টগ্রামে আসার কথা বলে বিকাশে এক হাজার টাকা পাঠায় হানিফ।

ওসি বলেন, ‘বুধবার ভোরে বাসে তরুণী ইপিজেড থানার নারকেলতলা এলাকায় আসেন। হানিফ সেখানে তাকে রিসিভ করে। কিন্তু নিজের মিথ্যা পরিচয়ও লুকিয়ে বলে- নাছির অফিসে থাকায় তরুণীকে নেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে। চেহারা চেনা না থাকায় তরুণী বুঝতে পারেননি। পরে তাকে মধ্যম গোসাইলডাঙ্গায় বাসায় নিয়ে জিম্মি করে ধর্ষণ করে।’

ওসি সঞ্জয় আরও জানান, বৃহস্পতিবার তরুণী ছাড়া পেয়ে থানায় গিয়ে অভিযোগ করলে হানিফকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম ধর্ষণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর