Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্ট নগরী গড়তে আনোয়ারুজ্জামানকে সহযোগিতা করুন: নাদেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৩ ১৭:৪৫

সিলেট: স্মার্ট নগরী গড়তে আনোয়ারুজ্জামানকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আনম চৌধুরী নাদেল।

শুক্রবার (২৬ মে) মনিপুরী সমাজের উদ্যোগে আয়োজিত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিউল আনম চৌধুরী নাদেল বলেন, ‘জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২১ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে সিলেট সিটি করপোরেশনকে একটি স্মার্ট ও আধুনিক নগরী গড়ে তুলতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ। এদেশে সব ধর্মের মানুষ নিজেদের নাগরিক অধিকারসহ অন্য সুযোগ-সুবিধা ভোগ করছেন, যা রাষ্ট্র নিশ্চিত করেছে।’

সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেট ধর্মীয় সম্প্রীতির একটি গৌরবময় অঞ্চল। আমরা এ অঞ্চলের সব মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে।’

এসময় তিনি মনিপুরী সম্প্রদায়ের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে তাদের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

মনিপুরি সমাজের জ্যোষ্ঠ পুরোহিত বেনুভূষণ ব্যানার্জির সভাপতিত্বে ও রবি কিরণ সিংহ রাজেশেরর পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট মণিপুরি পঞ্চায়েতের সাম্বাসা (সেক্রেটারি) য়ুম্নাম পরিমল সিংহ। শুভেচ্ছা জ্ঞাপন করেন উত্তম সিংহ রতন, সমেন্দ্র সিংহ, জি অশোক শর্মা, প্রশান্ত কুমার সিংহ, ফলেম নরেন, উপেন্দ্র সিংহসহ অনেকে।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ সিলেট সিটি করপোরেশন নির্বাচন স্মার্ট নগরী