সিইসি’র উপজেলায় নিরুত্তাপ ভোটে নৌকার জয়
২৫ মে ২০২৩ ২২:০৮
চট্টগ্রাম ব্যুরো: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নির্বাচনি এলাকা চট্টগ্রামের সন্দ্বীপে কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাতে ফলাফল ঘোষণার পর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মাঈন উদ্দীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৮টায় রিটার্নিং কর্মকর্তার পাঠানো ফলাফল চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার এসে পৌঁছে। নির্বাচনে মোট চারজন প্রার্থী ছিলেন। এরা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ মাঈন উদ্দীন, একই দলের বিদ্রোহী রফিকুল ইসলাম, জাসদের আবুল কাশেম মাহমুদ এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বেলাল।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শফিক আহমেদ সারাবাংলাকে জানান, রিটার্নিং কর্মকর্তার পাঠানো ফলাফল অনুযায়ী, চার প্রার্থীর মধ্যে মোহাম্মদ মাঈন উদ্দীন নৌকা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬১২ ভোট। প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫১৩ ভোট। আবুল কাশেম মাহমুদ মশাল প্রতীকে ৭৩ ভোট ও মশিউর রহমান বেলাল দোয়াত কলম প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন।
মোট ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটারের মধ্যে ৪৪ হাজার ৬৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৪০৯ ভোট বাতিল হয়েছে। ভোটের শতকরা হার ১৮ দশমিক ৬৫ শতাংশ।
১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সন্দ্বীপ উপজেলার ৮৬ কেন্দ্রের ৫৭২টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোটার উপস্থিতি কম থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের বাড়ি সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে। স্বাভাবিকভাবেই এ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কৌতুহল ছিল।
সারাবাংলা/আরডি/পিটিএম